অবতক খবর,৯ জুন,নববারাকপুর: নববারাকপুর পুরসভার ২০ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মঙ্গলবার সান্ধ্যকালীন রক্তদান শিবির অনুষ্ঠিত হল পশ্চিম কোদালিয়া শিশুপিঠ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শিবিরে উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরদলনেতা ডাঃ পংকজ কুমার অধিকারী, সমাজসেবী তপন দাস, অরিন্দম আচার্য, স্হানীয় কাউন্সিলর আরতি দাস মল্লিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।
মন্ত্রী, পুরপ্রধান সহ কাউন্সিলর দের সংবর্ধনা দেওয়া হয় এদিন মঞ্চে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন ১১০ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে নববারাকপুরে কোভিডের সময় ও রক্তদান শিবির হয়েছিল। তখন বিধায়ক ছিলাম না। নাম ছিল আলিঙ্গন। ২০২১ সালে স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি কে সামনে রেখে নাম দেওয়া হয়েছে রক্তার্পণ।১৪ জুন থেকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চালু হবে রক্তার্পণ।
এলাকার উন্নয়নে স্বাস্থ্য শিক্ষা সহ পরিষেবা আরও বেশ কিছু প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। বিধায়ক হিসেবে এলাকার মানুষের সঙ্গে আছি থাকবও। কখন বিচ্যুত হব না। রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী এদিন ।একটি করে গোলাপ ফুল তুলে দেন। মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৩৫ জন রক্তদান করেন।