অবতক খবর,৯ সেপ্টেম্বর: গনেশ পুজো উপলক্ষে মানব সেবার নজির দৃষ্টান্ত স্থাপন করল নববারাকপুর মাসুন্দা ছোট বটতলা গনেশ পুজো কমিটির সদস্যরা।বিশেষ আকর্ষণ কৃষ্ণনগরের দৃষ্টি নন্দন গনেশ মূর্তি। রবিবার রাতে পুজো প্রাঙ্গণে মধ্যমগ্রাম ব্যানার্জি পাড়ায় ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের অনাথ শিশু কিশোর দের পাশে দাঁড়িয়ে তাদের প্রীতি বস্ত্র উপহার ও রাতের বিরিয়ানি খাবার তুলে দিলেন।
মিশনের মহারাজ জ্যোতিপ্রিয় ভিক্ষু উদ্যোক্তা দের এই ধরনের মানব সেবার কাজের ভূয়শি প্রশংসা করেন। বলেন এই ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো পরিষেবা দেবেন ।পাশাপাশি এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় সফল খুদেদের পুরষ্কৃত করা হয়।শিশু কিশোর দের পাশাপাশি অভিভাবকরা ও বেজায় খুশি ও আনন্দিত।
শনিবার সন্ধ্যায় পুজো মন্ডপে উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, থানার আইসি সুমিত কুমার বৈদ্য, স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, সমাজসেবী মৃদুলা সাহা সহ এক ঝাঁক পুর প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা।সুখ শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে দীর্ঘ তেরো বছরের গনেশ পুজো ঘিরে এলাকাবাসীর উদ্দীপনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।