অবতক খবর,১৪ জুলাই,নববারাকপুর : ঢাকে পড়ল কাঠি।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ঘিরে খুঁটিপুজোর মধ্যে দিয়ে উদ্দীপনা শুরু হয়ে গিয়েছে ক্লাব সংগঠন গুলিতে। রবিবাসরীয় সকালে নববারাকপুর পুরসভার ১৬ নং ওয়ার্ডে বহুমুখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিবাজী সংঘের ৭০ তম বর্ষের দুর্গোৎসবের খুঁটিপুজো উদ্বোধন ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

প্রথা মাফিক পুরোহিত মন্ত্র উচ্চারণে কাশা ঘন্টা বাজিয়ে বিশাল বাশের খুঁটি পুজো হয়। তারপর খুঁটিপুজো সহ থিমের উদ্ধোধন করেন পুজো উৎসব কমিটির মুখ্য আহ্বায়ক তথা পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ডের তৃণমূল মহিলা নেত্রী বিশিষ্ট সমাজকর্মী মৃদুলা সাহা, স্থানীয় পুর প্রতিনিধি পূজা গুপ্ত, পুজো কমিটির সভাপতি সুজিত চন্দ, যুগ্ম সম্পাদক অরিজিৎ সাহা, সুজিত সরকার, চিত্রকর সঞ্জীব দাস, সৃজনে সঞ্জীব বিপ্লব সহ পুজো কমিটির সদস্যরা। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন আজ শুভ দিনে নববারাকপুর শিবাজী সংঘের ৭০ তম বর্ষের দুর্গোৎসবের প্রাক প্রস্তুতির খুঁটিপুজো উদ্বোধন হল। গত রবিবার রথযাত্রায় শহরে বিভিন্ন ক্লাব সংগঠন গুলি খুঁটিপুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর খুঁটিপুজোর শুভারম্ভ করেছে।

রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্মানে ছোয়ায় পুজো কমিটির সংগঠকরা উৎসাহিত হয়ে পুজোর প্রাক প্রস্তুতির খুঁটিপুজো উৎসব আকারে পরিনত হয়েছে।

নববারাকপুর ছোট্ট শহরে শিবাজী সংঘের মতো বিভিন্ন ক্লাব সংগঠন গুলি ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততা খুঁটিপুজো ঘিরে। এবছর শিবাজী সংঘের থিম প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক নির্দেশক পথের পাঁচালির সত্যজিৎ রায় কে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে ভাবনা তোমারে সেলাম।