অবতক খবর,৩ জানুয়ারি,হাওড়াঃ সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত দর্শনীয় স্থানকে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। তারপরই সরকারি নির্দেশিকা অনুযায়ী বেলুড় মঠ অনির্দিষ্টকালের জন্য আবারও বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো মঠ কর্তৃপক্ষ। মঠের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
সেই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি ২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’ অর্থাৎ আগামী ৫ তারিখ বেলুড় মঠ খোলার কথা থাকলেও এরপর আর খোলা হবে না মঠের দরজা অগণিত ভক্ত ও দর্শনার্থীদের জন্য।