অবতক খবর,১৬ জানুয়ারি : আচমকা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০ মিনিট তাঁদের কথা হয়। তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে, তা এখনও স্পষ্ট নয়। এদিন বিকেল ৪টে নাগাদ নবান্নে পৌঁছান মহারাজ। ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হল? সাক্ষাতের পর থেকেই এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সৌরভ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন।
তবে অনুমান করা হচ্ছে, রাজ্য অ্যাকাডেমি তৈরির বিষয়ে জমি নিয়ে সৌরভের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে মুখ্যমন্ত্রীর। কারণ আগেই সৌরভ এ শহরে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার কথা জানিয়েছিলেন। প্রসঙ্গত, গত বছর এপ্রিলে বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীনও নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ‘দাদা’। রাজ্যে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির যে প্রস্তাব বিসিসিআই দিয়েছিল, তার জন্য রাজ্য সরকারকে বিকল্প জমি খুঁজে দেওয়ার অনুরোধ করেছিলেন সৌরভ। তবে বর্তমানে তিনি আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নন। তবে সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।