অবতক খবর , সংবাদদাতা , হুগলী:- লকডাউনে কর্মহীন হতাশার খবর আমরা অনেক পেয়েছি। এবার লকডাউনের সময় ডিভিসির পরিত্যক্ত নয়ানজুলিতে পদ্ম ফুলের চাষ করে নতুন আয়ের দিশা দেখালো , ধনেখালির দশঘড়ার একদল যুবক।
আয়ের নতুন দিশা দেখে উৎসাহিত হচ্ছে এলাকার যুবকরা।কেউ রাঁধুনি, কেউবা দিনমজুর লকডাউনে কাজ হারিয়ে দিশেহারা হয়েছিল সকলে। কাজ হারিয়ে গ্রামের পাঁচ যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে কিভাবে সংসার চলবে আলোচনা করছিল। হঠাৎই চোখে পড়ে হুগলী ও বর্ধমান জেলার সংযোগস্থলের শ্রীকৃষ্ণপুরে রাস্তার পাশে পরিত্যক্ত নয়ানজুলি। পাঁচজন সিদ্ধান্ত নেয় নয়নজুলি পরিষ্কার করে পদ্ম ফুল চাষ করবে।
যেমন ভাবনা তেমনি কাজ। মাত্র ২-৩ হাজার টাকা জোগাড় করে পাঁচ বন্ধু। নিজেদের পরিশ্রমে তৈরি করে পদ্ম চাষের উপযুক্ত জলাশয়। কয়েক মাসের মধ্যেই পদ্মফুল ফোটে। চাহিদা বাড়তে থাকে ফুলের। নতুন আয়ের পথে সফলতা দেখে সকলে। পাশাপাশি গ্রামের যুবকরাও উৎসাহিত হচ্ছে পদ্ম চাষে।প্রায় তিন বিঘা জলাশয়ে ৭০ টি পদ্ম গাছ ৮-১০ ফুট অন্তর লাগানো হয়। ফুল ফোটা শুরু হতেই স্থানীয় ফুল ব্যবসায়ীরা ফুল কিনতে আগ্রহ দেখায়। সারাবছর পদ্ম ফুলের চাহিদা থাকে । দুর্গাপুজোর সময় ভাল দাম পাওয়া যায়। প্রতি ফুল ৮-১০ টাকাতে বিক্রি হচ্ছে। পদ্মপাতা প্রতিটির দাম ১টাকা। আগামী দিন পদ্ম চাষ বেকারদের নতুন আয়ের দিশা দেখাবে।