অবতক খবর , অভিষেক দাস , মালদা :- পারিবারিক বিবাদের জেরে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মানিকটোলা এলাকায়। এই ঘটনায় মৃতা ওই গৃহবধূর স্বামী সহ পাঁচজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।

জানা গেছে মৃতা ওই গৃহবধূর নাম জুলী মণ্ডল। দু’বছর আগে মানিক তলার বাসিন্দা পলাশ মন্ডল এর সাথে বিয়ে হয় ওই গৃহবধূর। নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই গৃহবধূ। তার বাপের বাড়ির পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক কারণে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো।

রবিবার তার মেয়েকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী পলাশ মণ্ডল তার মা সিন্ধু মন্ডল সহ পাঁচজনের নামে কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।