অবতক খবর,১৭ এপ্রিল,মৃন্ময় লাহিড়ী,বীরভূম:- বীরভূম জেলার পাথুরে তথা রুক্ষ সুক্ষ্ম এলাকা হিসেবে পরিচিত খয়রাসোল ব্লক এরিয়া।গ্রীষ্মের দাবদাহ বাড়তেই সেচের পাশাপাশি পানীয় জলের সমস্যা ও দেখা যায় ব্লকের বিভিন্ন স্থানে।সেই সমস্যা দূরীকরণে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাথে যৌথভাবে কাজ করে ওয়াটার ফর পিপলস ইন্ডিয়া ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা।জানা যায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর আর্থিক সহায়তায় ও ওয়াটার ফর পিপলস ইন্ডিয়া ট্রাস্টের রূপায়নে এবং স্থানীয় খয়রাশোল গ্রাম পঞ্চয়েতের যৌথ উদ্যোগে আদিবাসী অধ্যুষিত ভাগাবাঁধ গ্রামে যে নলবাহীত জল প্রকল্পটি নির্মিত হয়েছে সেটির শনিবার শুভ উদ্বোধন করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ শতাব্দী রায় ছাড়াও উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী,সেখ জয়নাল,সৌরভ মুখার্জী, ওয়াটার ফর পিপলস ইন্ডিয়া ট্রাস্টের প্রোজেক্ট কো অর্ডিনেটর দোলনদিপানী দে, এ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ইঞ্জিনিয়ার অর্ধেন্দু শেখর মজুমদার ও সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক মুহুর্তে স্থানীয় গ্রামের আদিবাসীরা নৃত্য পরিবেশন করেন। মঞ্চে উপস্থিত অতিথিগন জল সংরক্ষণের কথা গ্রাম বাসীদের মধ্যে তুলে ধরেন ও ভাগাবাঁধ জল ব্যাবহারকারী সমিতির সদস্যরা এই প্রকল্পের যথাযথ ব্যবহার ও রক্ষনাবেক্ষন এর দায়িত্ব ভার গ্রহণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের জনসমক্ষে।দূরদূরান্ত থেকে, নদী,পুকুর বা ঝরনা খুড়ে কষ্ট করে জল আনার দিন শেষ।বাড়ীর পাশেই ট্যাব বা নলবাহিত জলের কল খুলতেই পেয়ে যাবে বিশুদ্ধ পানীয় জল,যার পরিপ্রেক্ষিতে মহিলা সহ গ্রামবাসীদের চোখে মুখে হাসির রেখা স্পষ্ট জলের মতো ভেসে ওঠে জনসমক্ষে।