অবতক খবর , রবি ঘোষ , লালবাগ :-  নশিপুর – আজিমগঞ্জ রেলব্রিজ নিয়ে রেলওয়ে ডিপার্টমেন্টের টালবাহানায় দীর্ঘ ১৪বছর ভাগীরথীর উপর রেলব্রিজ দাঁড়িয়ে আছে , ঠিক যেন নসিপুরের ঝুলনের মতো।

ঝুলন সাত দিন থাকার পর শেষ হয় , কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নশিপুর – আজিমগঞ্জ রেলব্রিজ ঝুলন কবে শেষ হবে ,তা কারো জানা নাই।

ভাবতে অবাক লাগে যে , নিজের শহরের কাজ কত তাড়াতাড়ি হবে সে দিকে আমাদের নজর নাই ,সবাই ব্যাস্ত নিজেদের ঘর গোছাতে , এবং নিজেদের ঢাক পিটাতে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশন , মুর্শিদাবাদ ব্যাবসায়ী সমিতি, মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটি ও মুর্শিদাবাদ শিক্ষা প্রসার কমিটি উদ্যোগ নিয়েছেন যে এই ব্রিজ তাড়াতাড়ি , চালু করতে হবে। তার জন্য আজকে শহরের বিভিন্ন জায়গায় পথসভা করছেন।

তাদের দাবি আগামী ১৫ ই জানুয়ারী ২০২১ , সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে গণ অবস্থানের ডাক দিয়েছেন। এই ব্রিজ যাতে খুব তাড়াতাড়ি চালু করা যায় তার জন্য জেলা বাসীর কাছে আবেদন করেছেন সম্পাদক A.R.Khan সাহেব। তিনি অনুরোধ করছেন যে আসুন দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন , নিজেদের শহরের এই ব্রিজের জন্য।