অবতক খবর,১ এপ্রিল: নাকা চেকিংয়ে ধরা পরল অত্যাধুনিক ৫ টি রিভলবার, ১৬ রাউন্ড গুলি ও ৩ টি বন্ধুক সহ ৩ কুখ্যাত দুষ্কৃতী। ধৃতদের সঙ্গে অস্ত্রোপাচার ব্যবসায়ীদের যোগসুত্র থাকতে পারে বলে মনে করছে পুলিশ। বসিরহাট পুলিশ জেলার লাগাতার বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলাকালীন এবার হাড়োয়া থানার সালিপুর গ্রাম পঞ্চায়েতের কলুপুকুর এলাকায় পাশ থেকে মোটর সাইকেলে করে দুই কুখ্যাত দুষ্কৃতী শাহাবুদ্দিন বৈদ্য এবং রেজাউল মোল্লা হাতেনাতে গ্রেফতার।

এরা অস্ত্র মজুদ করে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। এদের বাড়ি হাড়োয়ার নজরুল নগর গ্রামে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে ঘটনাস্থলে মিনাখা এসডিপিও নির্মল কুমার দাস, সিআই তপন আগুয়ান, হাড়োয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে শুক্রবার ভোররাতে বমাল গ্রেপ্তার করে । হাড়োয়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে তৎক্ষণাৎ পুলিশ দুই দুষ্কৃতী কে পাকড়াও করে এবং তাদের কাছ থেকে ৫ টি রিভলবার ১৬ রাউন্ড গুলি ও বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি।

প্রাথমিকভাবে জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই অস্ত্রগুলো কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রি করার জন্য। পুলিশের তদন্তে আরো জানা গেছে এই অত্যাধুনিক অস্ত্র-গুলি বিহারের মুঙ্গের থেকে এতগুলো এরাজ্যে ঢুকেছে। এর সঙ্গে অস্ত্র পাচার ব্যবসায়ীদের যোগসুত্র আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ। ধৃত দুই দুষ্কৃতিকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে আদালতের কাছে। আজ দুই দুষ্কৃতী কে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি মাটিয়া থানা এলাকা থেকে এক দুষ্কৃতীকে রিভলবার গুলিসহ গ্রেফতার করে তাকেও আদালতে তোলা হয়।