অবতক খবর,৩ মার্চ: কল্যাণী পৌরসভায় প্রজন্মের জন্মের শংসাপত্র নেবার জন্য যে দরখাস্তপত্রে আবেদন জানাতে হবে,তাতে দেখা যাচ্ছে যে তারা আবেদনকারীর নাগরিকত্বের প্রমাণ চাইছে। এই নিয়ে পৌরবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধ।

কল্যাণী পৌরসভা রাজনৈতিক দল তৃণমূল দ্বারা পরিচালিত। যেই দলটি এবং তার নেত্রী যখন এনআরসি,এনপিআর,সিএএ-এর বিরোধিতা করছেন প্রবলভাবে, বিভিন্ন আন্দোলন গড়ে তুলছেন, নিজে পায়ে হেঁটে এর বিরুদ্ধে মিছিলে সামিল হচ্ছেন,তখন তাঁর দল পরিচালিত পৌরসভায় সন্তানের শংসাপত্রের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর নাগরিকত্বের প্রমাণ পত্র চাইছেন। কেন এই দ্বিচারিতা? কল্যাণীবাসীর মধ্যে তো এই প্রশ্ন উঠেছেই এবং আবেদনপত্র দেখার পর কাঁচরাপাড়া হালিশহর অঞ্চলেও এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ তারা বুঝতে পারছেন না যে তৃণমূল দল কি করতে চাইছে?

তারা একদিকে নাগরিকত্ব প্রমাণের বিরোধিতা করছেন, অন্যদিকে তাদের দল পরিচালিত পৌরসভায় নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে। অদ্ভুত একটা রহস্যময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসলে দলের নেত্রী কি চাইছেন সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে না।