অবতক খবর,৮ জুন,নববারাকপুর: মুখ্যমন্ত্রীর কড়া বার্তা জনপ্রতিনিধি দের মানুষের বাড়ি গিয়ে জনসংযোগ রাখবেন।পরিষেবা দ্রুত পৌছে দিতে হবে। অসুবিধা সমস্যা শুনতে হবে। সামনে ভারি বর্ষা। রাস্তা উচু। ঘরে জল ঢোকে। আবার রাস্তা জুড়ে ইমারতী দ্রব্য সামগ্রী ফেলে রেখে এলাকাবাসী র অসুবিধা। কখনো রাস্তায় আর্বজনা স্তূপ পড়ে দীর্ঘদিন ।রাস্তায় ঝাট পড়ছে না বহুদিন। নোটিশ বোর্ড এ লেখা নোংরা আর্বজনা জঞ্জাল ফেলিবেন না।
তারপরে ও মানুষের অসচেতনা। খবর পাওয়া মাত্রই কাউন্সিলর বুধবার সকালে ওয়ার্ডে সদস্য দের নিয়ে মানুষের দুয়ারে সাফাইকর্মী ঝাড়ুদার নিয়ে শশরীরে উপস্থিত হয়ে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হাজির।বাসিন্দারা খুশি। কাউন্সিলর কে পেয়ে। বাড়ির সামনে ।নাগরিকরদের সুবিধা অসুবিধা সমস্যার কথা শুনে। দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলেন। নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শিক্ষিকা শোভা রায় বুধবার সকালে নেতাজী সুভাষ রোডে আচার্য পাড়ায় এলাকার বাসিন্দা দের সমস্যার কথা শুনে আশ্বাস দিলেন শীঘ্রই রাস্তায় স্লাব উঠিয়ে নোংরা কাদা মাটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে।
আচার্য পাড়ার বাসিন্দা তাপসী আচার্য, কাঞ্চন আচার্যের অভিযোগ হাল্কা মাঝারি কিংবা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে ঘরের ভিতরে নোংরা জল ঢুকে পড়ে। শরৎ চ্যাটার্জি রোডে বাসিন্দা ছায়া বিশ্বাসের অভিযোগ রাস্তায় নোংরা আর্বজনা জঞ্জাল জমে থাকে বেশ কিছুদিন ধরে। নেতাজী সুভাষ রোডে বাসিন্দা আরতি চক্রবর্তী কাউন্সিলর কে ঘরের সামনে দেখতে পেয়ে ছুটে এসে বলেন বিধবা ভাতা কাগজপত্র জমা দেওয়া হয়েছে বহুদিন। এখনও নাম আসেনি। কাউন্সিলর আরতি দেবীকে বলেন ধৈর্য ধরুন। আস্থা রাখুন হবে। এলাকার মানুষের নানান সমস্যা খুঁটিনাটি সমস্যা সমাধানের পথ নিরসনে আশ্বাস দেন বাসিন্দাদের। কাউন্সিলর বলেন ৮নং ওয়ার্ড একটা বিরাট ওয়ার্ড।
নাগরিক পরিষেবা অবশ্যই দ্রুত পৌছে দেওয়া হবে। ড্রেনেজ নিকাশির সমস্যা আছে এলাকায়। ভারী বৃষ্টির আগে পরিষেবা দ্রুত পৌছে দিতে মানুষের দুয়ারে হাজির হয়েছি।সাথে ওয়ার্ড কমিটির সদস্যরা। এলাকার জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেই দায়িত্ব কর্তব্য পালন অবশ্যই করব। নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা নাগরিক পরিষেবা জোর দিয়েছেন।পুরপ্রধানের নির্দেশে ওয়ার্ডে নাগরিকদের সাথে জনসংযোগ রেখে তাদের অভাব অভিযোগ শুনে যতটা সম্ভব চেষ্টা করছি সমাধানে।পুর ভোটে নির্বাচিত হয়ে পুর নাগরিকদের পাশে দাঁড়িয়ে পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হয়েছি এলাকার সার্বিক উন্নয়নে।