অবতক খবর,২১ এপ্রিল: নৈহাটি ঐক্যতান মঞ্চকে কেন্দ্র করে “একতাই ঐক্যতান” নামে কাঁকিনাড়া,কাঁচরাপাড়া,হালিশহর,আতপুর,গয়েশপুর ও ব্যান্ডেলের প্রায় পঁচিশটি নাট্য দল,নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, তীর্থঙ্কর চন্দ ,দেবাশীষ সরকার এবং অভিনেতা বিধায়ক পার্থ ভৌমিকের সহযোগিতা ও সঞ্জয় আচার্য্য,দীপেন্দু বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় এই অতিমহামারিতে যে সকল নাট্য কর্মী এবং কলাকুশলীরা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের এক অভিনব পদ্ধতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই একতাই ঐক্যতান সংগঠন।এ বিষয়ে বিস্তারিত জানান,সংস্থার একনিষ্ঠ উদ্যোগী নাট্যকার ও নির্দেশক সঞ্জয় আচার্য্য বলেন, এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো লকডাউনে ঘরে থাকা, চরম অসুবিধায় দিন অতিবাহিত করা আমাদের নাট্য বন্ধুদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে নিজেদের কৃতজ্ঞ মনে করব। আমরা আরো কৃতজ্ঞ তাদের প্রতি যারা এই এক ডাকেই প্রায় সকল নাট্য দল, নাট্য ব্যক্তিত্ব ব্যাপক সারা দিয়েছেন তাদের কাছে।‌ আশা করছি এই খবর জন মাধ্যমে প্রকাশিত হবার পর আরও অনেকেই আমাদের পাশে দাঁড়াবেন।