অবতক খবর,১৬ এপ্রিল: শুক্রবার হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন পশ্চিমবঙ্গ ন্যায়বিচার প্রতিনিধিদল, আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। ইতিমধ্যেই হাঁসখালি ধর্ষণকাণ্ডে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নেতা অধীর চৌধুরী সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এদিন দেখা করতে আসেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল। সেরকমই পশ্চিমবঙ্গ ন্যায়বিচার প্রতিনিধিদল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ঘটনায় পরিবারকে সমবেদনা জানাবার কোন ভাষা নেই। যেভাবে দিনের-পর-দিন রাজ্যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে চলেছে সকলের প্রতিবাদ না করলে এ রাজ্যে বসবাস করার মত আর পরিস্থিতি থাকবে না। তৃণমূল নেতারা এখনো তাদের প্রভাব খাটাচ্ছেন এবং তার সাথে তদন্ত প্রক্রিয়া ব্যাঘাত ঘটাচ্ছে। এর পাশাপাশি তারা বলেন মুখ্যমন্ত্রী যেভাবে বিবৃতি দিয়েছেন তাতে করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত, পকসো আইনে মামলা চলছে সেখানে মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্য সত্যিই অভাবনীয়। এর পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে তারা বলেন আমরা চাই সিবিআই তাড়াতাড়ি তদন্ত শুরু করে আগামীকালের মধ্যেই দোষীদের চিহ্নিত করে শাস্তি দিক।