অবতক খবর,২৯ মার্চ,মালদা:- নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় দুই যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে কালিয়াচকের একটি গ্রামে নাবালিকাকে ভুট্টা খেতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে। ১১ জনের সাক্ষী ভিত্তিতে মালদা জেলা আদালতের বিচারক সায়েম শেখ ও সামিম মিয়াঁ নামে দুই যুবককে দোষী সাব্যস্ত করেন।
আইনজীবী সার্থক দাস জানান, এই ঘটনায় সাতজন অভিযুক্ত ছিল। তাদের মধ্যে দু’জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কেসে পাবলিক প্রসিকিউটর ছিলেন অসিতবরণ বোস। বিচারক সায়েম শেখ ও সামিম মিয়াঁকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন।