অবতক খবর,১৩ আগস্ট: নাবালিকা গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের রমনা বসন্তপুর এলাকায়। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা যায়, বছর খানেক আগে ডোমকলের রমনা বসন্তপুরের আলম সেখের ছেলে রাকেশ সেখের সাথে বিয়ে হয় বাটিকামারির মনিরুদ্দিনের নাবালিকা মেয়ে মনিকা খাতুনের সাথে। কম বয়সে বিয়ে দেবার ইচ্ছে ছিল না মনিকার বাবার। বিয়ে না দিলে খুনের হুমকি দেখিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকেই শারিরিক এবং মানষিক নির্যাতন চালাতো বলে অভিযোগ মৃতার পরিবারের। কিছুদিন আগে বাবার বাড়ি চলে আসে মনিকা। লুকিয়ে শ্বশুরবাড়ি নিয়ে যায় রাকেশ সেখ। বাড়িতে নিয়ে গিয়ে ফের নির্যাতন চালায়। পরে শ্বাসরোধ করে খুন করে। বাড়ি থেকে বৃহষ্পতিবার রাতে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তারপরেই হাসপাতাল থেকে বেপাত্তা স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার খবর পৌছায় মৃতার বাবার বাড়িতে। খবর দেওয়া হয় থানায়। ঘটনার খবর পেয়ে ডোমকল হাসপাতাল থেকে রাতেই মৃতদেহ উদ্ধার করে। সকালে ময়নাতদন্তে পাঠায় ডোমকল থানার পুলিশ। ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় মৃতার পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।