অবতক খবর,১২ আগস্ট:৫ মাস নিখোঁজ থাকার পর উত্তর প্রদেশের বাগপথ থেকে ডায়মন্ড হারবার থানার বাসুলডাঙার এক নাবালিকা ছাত্রীকে উদ্ধার করলো ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ।

পুলিশ ও নিখোঁজ ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত মার্চ মাসে বাড়ি থেকে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি ডায়মন্ড হারবার গার্লস হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পরে পরিবারের লোকজন ডায়মন্ড হারবার মহিলা থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ ঘটনার তদন্তে নামেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে কোন হদিস পাওয়া যাচ্ছিলোনা ওই ছাত্রীর পরে পুলিশ জানতে পারে উত্তর প্রদেশের এক যুবকের সাথে ওই ছাত্রী ফেসবুকে কথা বলতো। পরে সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে নাবালিকা ছাত্রী উত্তর প্রদেশের বাগপথ এলাকায় রয়েছে। এরপরেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার এস পি অভিজিৎ ব্যানার্জি ও ডায়মন্ড হারবারের SDPO মিতুন দের সহযোগিতায়া ডায়মন্ড হারবার মহিলা থানার ভারপ্রাপ্ত OC পিঙ্কি ঘোষের নেতৃত্বে একটি টিম গত ১০ ই আগষ্ট উত্তর প্রদেশের বাগপথ থেকে নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে। অন্যদিকে অভিযুক্ত যুবক সাহিন আলভি পলাতক বলে জানা যায়। আজ নাবালিকা ছাত্রীকে উদ্ধারের পর ডায়মন্ড হারবারে নিয়ে আসে পুলিশ