আবতক খবর, দেবাশিস মালিক, নামখানা: দক্ষিণ 24 পরগনা :- সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা বেনুবন লঞ্চ সার্ভিস টিকিটের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠছে । দীর্ঘদিন ধরে নামখানা বেনুবন লঞ্চ সার্ভিস এর টিকিটের জালিয়াতির অভিযোগ, প্রশাসন পুরোপুরি চুপচাপ । নিত্যযাত্রীরা থেকে নিত্য বাসিন্দারা , বারবার এই ঘটনার প্রতিবাদ করলেও , কোন ভাবে তার সুরাহা মিলেনি, বরং তাদের লঞ্চ কর্তৃপক্ষ ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। নামখানা ব্লকের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারী জয়দেব আচার্য ওই জালিয়াতি টিকিটের ছবি তুলে আমাদের দপ্তরে পাঠিয়েছেন। এ সম্পর্কে নামখানা ব্লক প্রশাসন পুরোপুরি অন্ধকারে। নামখানা ব্লক প্রশাসনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোনোভাবেই উত্তর দিতে পারেননি। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি মালি মন্ডল দাবি করেছেন তার কাছে মৌখিকভাবে একটা অভিযোগ বারবার আসছে কিন্তু লিখিত কোন অভিযোগ তিনি পাননি । ওই জালিয়াতি করা টিকিটের ছবি তিনি দেখেছেন । স্থানীয় নিত্যযাত্রীরা জানান ,লঞ্চে উঠলে ভাড়া ২৫ টাকার জায়গায় ৪০ টাকা নেয়া হচ্ছে এবং টিকিট তাদের ফেরত দেয়া হচ্ছে না , সেই টিকিট ফেলে দেয়া হচ্ছে ।
টিকিটে কোন তারিখ উল্লেখ নেই বলে অভিযোগ । বেঙ্গল লঞ্চ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান, আমাদের কাছে একটা খবর এসেছে , আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব । সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের জঘন্য কাজ ঠিক নয়, সমস্ত লঞ্চের কর্মী থেকে কর্মচারী যারা এই ঘটনা ঘটাচ্ছে , তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া উচিত প্রশাসনের । কাকদ্বীপ মহাকুমার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আমাদের কাছে এ ধরনের একটি অভিযোগ আসছে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেব । স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, করোনাভাইরাস এর পাশাপাশি লকডাউন চলছে ঠিক তখনই লঞ্চের ভাড়া এক লাফে বেড়ে যাওয়ায় তারাও অখুশি।