অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ    বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত নামছড়া গ্রামে আজ দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।

একটি পাথর বোঝাই গাড়ি পিসে দিলো এক বাইক আরোহীকে। ঘটনা স্থলেই মারা যান বাইকে থাক মহিলা। মৃত মহিলার নাম উমা পাত্র, বয়স ৪২, মৃত মহিলার স্বামীর নাম উত্তম পাত্র। দুই দম্পতি কোনো কর্ম সূত্রে বিষ্ণুপুর গিয়ে ছিলেন। বিষ্ণুপুর থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিল রাস্তার ধারে পাথর থাকায় নাম ছড়ায় এলাকায় দাঁড়িয়ে পড়েন বাইক চালক বিষ্ণুপুর থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক পিষে দেয় মোটর বাইকের আরোহী উত্তম বাবু স্ত্রীকে । ওই দম্পতি বিষ্ণুপুর থেকে বাড়ি ফিরছিলেন গেলিয়া গ্রামে। মোটরসাইকেল আরোহী পাথরবোঝাই গাড়ির টিকে পাস দেয়ার জন্য হঠাৎ ব্রেক করেন। এই হঠাৎ ব্রেক করার জন্য তার বাইকটি স্লিপ করে পরে যায়, সেখানেই দুর্ঘটনা মৃত্যু হয় উত্তম বাবুর স্ত্রী উমা পাত্রের।

স্থানীয় লোক মৃতদেহটিকে ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় ও পথ অবরোধ করে। তারপর জয়পুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়।