বিনয় ভরদ্বাজ, অবতাক খবর  3রা আগস্ট :: রাজ্য বিজেপিতে দিলীপ -মুকুল কাজিয়া এখন মিডিয়ার শিরোনামে রয়েছে। তবে দুই নেতাই ক্যামেরার সামনে দাবি করছেন যে তাদের মধ্যে কোন বিরোধ নেই। তবে এই দাবির পাশাপাশি তাদের বক্তব্যতে দুই শিবিরের লড়াই তথ্য বারেবারে উঠে আসছে জনসমক্ষে। আজ নাম না করেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায়কে উদ্দেশ্য করে ফের তোপ দেগেছেন। তিনি বলেন যে ” পদত্যাগ করার হলে চেয়ারে বসে থাকতাম না। দিলীপ ঘোষ একাই পারবে এই রাজ্যে পরিবর্তন ঘটাতে। যারা বাড়িতে বসে আছেন বসে থাকুন। দেখে নেবেন কি হয়”।

দিলীপ ঘোষের এই বক্তব্যকে সরাসরি মুকুলের বিরুদ্ধে বলে মনে করছেন রাজনৈতিক মহল। তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার বিরোধী গোষ্ঠীকে পরিষ্কার বার্তা দিয়েছেন যে তাদের ছাড়াই রাজ্যে পরিবর্তন আনতে সক্ষম তিনি। তাদেরকে ঘরে বসে থাকার কথা বলে সরাসরি মুকুল রায়ের দিকে তার কটাক্ষ বাণ ছেড়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য মুকুল রায় গত কয়েক মাস ধরে বিজেপিতে তেমনভাবে আর সক্রিয় ভূমিকা পালন করছেন না বলে বারে বারে মিডিয়ায় খবর উঠে এসেছে। তা ছাড়া দিল্লি বৈঠক থেকে বেরিয়ে এসে তিনি বাড়ি ফিরে এসেছেন। তারপর থেকে দুই গোষ্ঠীর লড়াই তোড়জোড় করে শুরু হয়েছে।

রাজ্য বিজেপির দিলীপ- মুকুল গোষ্ঠীর লড়াই এখন আর সেই লড়াই এখন জনসম্মুখে চলে এসেছে। যত দিন যাচ্ছে লড়াইর ধার একে অপরের বিরুদ্ধে আরো বেশি করে শানাচ্ছেন দুই গোষ্ঠী।

দিল্লিতে দিলীপ ঘোষ মুকুল রায়ের মধ্যে তুমুল কথা কাটাকাটি ও পরে মিটিং ছেড়ে মাঝ পথে ছেড়ে দিল্লি থেকে মুকুল রায় ফিরে আসার খবর ইতিমধ্যে সমস্ত মিডিয়ার হেডলাইন তৈরি করেছে।

দিলীপ মুকুলের দ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে উঠেছে যে মুকুল পন্থীরা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পদত্যাগের দাবি তুলতে শুরু করে দেন, চাপ প্রবল হতে থাকে দিলীপ ঘোষের বিরুদ্ধে।

মুকুল রায়কে আরো ক্ষমতা দেওয়ার পক্ষে রায় দেন বেশ কয়েকজন সাংসদ। দিলীপ ঘোষের বিরুদ্ধে সাংসদ অর্জুন সিং, বাবুল সুপ্রিয় সহ বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপি নেতৃত্ব মুকুল রায়ের হয়ে দিল্লিতে দরবার করেন। যদিও এইসব থেকে অনেক দূরে মুকুল রায় চুপচাপ বসে থাকেন। তিনি শুধু বারেবারে একটাই কথা বলেছেন, তিনি বিজেপিতে আছেন ও ভালো আছেন।

তবে তার অনুগামীরা বিজেপি দলের ভেতরে বিপ্লব ঘটাতে শুরু করে দিয়েছেন। আর এর ফলে বিজেপিতে এমন রটে যায় যে চাপে পড়ে পদত্যাগ করতে চলেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এক সাংবাদিক সম্মেলন করে দিলীপ ঘোষ এই ঘটনার উপরে ফুলস্টপ লাগিয়ে দিয়েছেন। রাজ্য সভাপতি বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পরিষ্কার জানান যে ” পদত্যাগ করার হলে এই চেয়ারে বসে থাকতাম না দিলীপ ঘোষ একাই পারবে এই রাজ্যে পরিবর্তন ঘটাতে। যারা বাড়িতে বসে আছেন বসে থাকুন দেখে নেবেন কি হয়?”

সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ আরো দাবি করেন যে 2021-এর নির্বাচনে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হবেন। তিনি ঘরে বসে থাকা নেতাদের মিষ্টি খেয়ে যাবার আগাম আমন্ত্রণ জানিয়ে দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান যে আমার পদত্যাগের খবর সুকৌশলে রাটানো হয়েছে তাতে বড় খেলা আছে। তিনি বলেন যে বিজেপি তে দ্বন্দ্বের খবর মিডিয়া রটাচ্ছে। দলে কোনো দ্বন্দ নেই। এই দলে এসব চলে না।তিনি জানান যে আগামী 5 আগস্ট থেকে নতুন সদস্যতা অভিযান শুরু করেছে বিজেপি। 3 কোটি নতুন সদস্য গ্রহণ করবে দল।