অবতক খবর,২ ডিসেম্বরঃ প্রতিবন্ধীর বিভিন্ন স্তরের মানুষের জন্য, এবং ভবঘুরে মানুষদের কথা ভেবে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যান দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি রোজগার মেলার আয়োজন করা হয়েছে হেদুয়ার কলেজ স্কোয়ারে।

প্রতি বছর ৩-রা ডিসেম্বর প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। তার আগেই ২-রা ডিসেম্বর থেকে প্রতিবছরই প্রতিবন্ধীদের জন্য এই রোজগার মেলার আয়োজন করা হয় কলকাতায়। আর এবছর অর্থাৎ ২০২২ এ এই মেলার আয়োজন করা হলো হেদুয়ার কলেজ স্কোয়ারে।

সমগ্র মেলাটি পরিচালনা করে থাকেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

ছোট থেকে বয়স্ক প্রতিবন্ধী তরে মানুষ ও বিভিন্ন ভবঘুরে মানুষরা তাদের হস্তশিল্পের মাধ্যমে, এই মেলাকে আরো আকর্ষণীয় করে থাকেন।

এ বছরে মোট ১৪ টি সংস্থা থেকে এই মেলায় এসেছেন এবং মোট ১৪ টি স্টল হয়েছে।