অবতক খবর,৩০ আগস্ট,অঞ্জন শুকুল, নদীয়া: এই ভয়টাই পেয়েছিলাম। ঠিক তাই হল।
এবার নার্সদের ডাক্তার তৈরি করে হাসপাতালে ছাড়া হবে। তারা রোগী দেখবেন। চিকিৎসা করবেন। ওষুধ দেবেন। রোগীকে বাড়ি পাঠাবেন।
শুধু প্রেসক্রিপশনে সইটা করবেন না। আর অঘটন ঘটলে? কে দায় নেবেন?
উত্তর নেই। হয়তো সরকার ধরে নিচ্ছে সব ঠিক ঠাক চলবে। চললে ভালো । খুব ভালো । সব থেকে ভালো যদি লোক অসুস্থ কম হয় । তাহলে ডাক্তার লাগবে না, ডাক্তার হওয়া নার্সও লাগবে না । বেঘোরে প্রাণ যাবে না ।
প্রশ্ন হল বুদ্ধিটা দিল কে ? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ? অভিজিৎ চৌধুরী ? কে দিল এই অমূল্য বুদ্ধি ?
নার্সদের ডাক্তার তকমা দিয়ে দাও । তাহলেই মুশকিল আসান । প্রচুর পয়সা দিয়ে ডাক্তার নিয়োগ করতে হবে না । নার্সরাও আর মাইনে বাড়ানোর জন্য আন্দোলন করবে না । এস এস কে এমে নার্সেস ইউনিটি সেন্টার আর আন্দোলনে বসবে না । সরকারের পয়সা বাঁচবে ।
সব দিক দিয়ে লাভজনক । কিছুটা কোয়ার্ক ডাক্তার দিয়ে ম্যানেজ করার মত । ডাক্তার নিয়োগ করতে পারছি না তো কি হয়েছে । নার্সের এক্সপেরিয়েন্স কি কম জিনিস ? সেটাতেই ম্যানেজ কর । রিটায়ারমেন্ট এর পর সিনিয়র নার্সদের ডাক্তার করে দাও । কিছুটা প্রমোটি আই এ এস দের মত । এমনিতে অনেক ডব্লিউ বি সি এস অভিজ্ঞতা, পারফরমেন্স, আনুগত্যে প্রমোটি আই এ এস হয়ে যান । সরকারটাও ভালো বোঝেন এবং চালান এঁরা । তাহলে নার্সরা পারবেন না কেন প্রমোটি ডাক্তার হতে ?
ভাবনাটা খারাপ নয় ।
কিন্তু পেছনের কারণটা ঠিক কি এই উর্বর চিন্তার পেছনে ?
স্বাস্থ্য ভবনের তথ্য বলছে ডাক্তারের পদ ফাঁকা প্রায় ১৩ হাজার ৮০০ জন । নার্সিং এর ফাঁকা পদ প্রায় ২৯ হাজার ৩০০ জন । ওয়ার্ড মাস্টারের ফাঁকা পদ ৮১৯ জন, ল্যাব টেকনোলজিস্ট এর ফাঁকা পদ প্রায় ১৯৩০ , গ্রুপ ডি, ক্ল্যারিকাল এবং অন্যান্য স্থায়ী পদে খালি রয়েছে ২২ হাজার ১৮০ টি পদ । শুধু স্বাস্থ্য দফতরের সব বিভাগ মিলিয়ে রিক্রুটমেন্ট হতে পারতো ৬৮ হাজার ০২৯ জনের । হয়নি ।
ক্রমশ এই সংখ্যাটা আরও বাড়ছে । সবটাই চলছে অস্থায়ী লোকজন, কম পয়সা দিয়ে । টাকা নেই সরকারের হাতে, অতএব এই চাতুরী । হাল আমলে ওয়ার্ড মাস্টারের গাল ভরা নাম দেওয়া হয়েছে ফেসিলিটি ম্যানেজার । তথ্য বলছে ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি সোয়া তিন লক্ষ আবেদনকারী মাথা পিছু ১৬০ টাকা সরকারের ঘরে জমা দিয়েছিল এন্ট্রান্স ফি হিসেবে । ৩৭ হাজার ৮০০ টাকা মাস মাইনের স্বপ্ন দেখিয়ে ৮১৯ পদের জন্য মাথা পিছু টাকা নিয়ে সোয়া পাঁচ কোটি টাকা ঘরে তুলেছিল রাজ্য সরকার । প্রায় আড়াই বছর বাদেও আজও একজনকেও ফেসিলিটি ম্যানেজারের চাকরি দেয়নি সরকার ।
হাসপাতালগুলো চলছে তাহলে কিভাবে ? অবসরপ্রাপ্ত ওয়ার্ড মাস্টারদের মাসে এখন ১৫ হাজার টাকা দিয়ে কাজ চালানো হচ্ছে ৬৫ বছর বয়সের পরেও । আর বাকিটা ৬ হাজার টাকার ঠিকাদারদের দেওয়া ঠিকা কর্মীদের দিয়ে চালানো হচ্ছে জোড়াতালি মেরে । সেই কাজ যার জন্য সরকারের ঘর থেকে মাথা পিছু যেত ৩৭,৫০০ টাকা ।
ঠিক এই অঙ্কগুলোই এখন লুকিয়ে আছে নার্সদের “প্র্যাক্টিসানার ডাক্তার” করার পেছনে । বাস্তবে সরকারের পয়সা চলে যাচ্ছে ভাতা এবং ভিক্ষা বিলিতে । যথাযথ সাম্মানিক দিয়ে, সুযোগ সুবিধে দিয়ে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার আর আনা যাচ্ছেনা ।
অতএব মানুষের জীবন নিয়ে খেলা শুরু হল । নার্সদের ডাক্তার করে দাও । চুলোয়ে যাক বিজ্ঞান, চুলোয় যাক মেডিক্যাল সায়েন্স । জয়েন্ট এন্ট্রান্স দিয়ে কি দরকার ডাক্তার হওয়ার কসরত করার । নার্সিং ট্রেনিং নিয়ে ডাক্তার হয়ে যাও । মেড ইজি ফর্মুলা আর কি । বিনা পরীক্ষায় যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে প্রথম দশে থাকা যায় তাহলে নার্স হয়ে ডাক্তারি করলে দোষ কি ? ফেলনা নয় যুক্তি ।
ঠিক সেটাই এখন করতে চাইছেন মুখ্যমন্ত্রী । দোষ ধরার তো কিছু নেই ।
এই প্রতিবেদন যখন লিখছি তখন এ বি পি আনন্দে স্ক্রোল হচ্ছে মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজিতে চোখের চিকিৎসায় গত দু মাস ধরে গ্লাভস, সিরিঞ্জ, এমনকি প্যারাসিমাটল সহ বহু ওষুধ অমিল । চিকিৎসা থমকে গেছে । স্বাস্থ্য ভবনে বারবার বলেও জুটছে না কিছু । টাকা নেই, দেরী হবে, উত্তর আসছে অন্য প্রান্ত থেকে ।
মিলছে হিসেব ? এই হিসেবেই ফেলতে হবে প্র্যাক্টিসানার নার্স করার তত্বটাকে । যাঁরা তুমুল তীব্র সমালোচনা করছেন তাঁদেরও ভাবতে হবে কেন তাঁরা অমূলক সমালোচনা করছেন । দেখবেন মিলিয়ে দুয়ে দুয়ে চার হয়ে যাবে । অবাক হওয়ার তখন কিছুই থাকবে না । আপনিও তখন আর অবাক হবেন না ।
শুধু দেখতে হবে সরকারি হাসপাতালে এরপর প্রেসক্রিপশনে সইটা ঠিক কার থাকে । ওয়ার্ড মাস্টারের সই কি না সেটাই শুধু দেখে নেবেন ।
শরীরটাতো আপনার তাই,