অবতক খবর,১২ ফেব্রুয়ারী : নিউটাউনে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পর নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ কমিশনারেট। এবার টোটো ও ই রিক্সা চালকদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে বিধান নগর কমিশনারেট।
পুলিশ সূত্রে খবর…..
নিউ টাউনে যত টোটো ও ই রিকশা চলে তাদের প্রত্যেককেই সচিত্র পরিচয়পত্র ও কালার ছবি জমা দিতে হবে। পুলিশের তরফ থেকে একটি পরিচয় পত্র দেওয়া হবে। যে পরিচয় পত্র এক কপি টোটোর গায়ে লাগানো থাকবে, এক কপি থাকবে পুলিশের কাছে এবং আর এক কপি যাবে পরিবহন দপ্তরে।
পুলিশ সূত্রে খবর এই সমস্ত টোটো চালক ও রিক্সা চালকদের ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করে দেখা হবে। যদি কারোর বিরুদ্ধে কোন পুরনো অপরাধমূলক কেস থাকে তাহলে তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হবে না এবং তারা টোটো ও ই রিকশা চালাতে পারবেন না।
পুলিশ সূত্রে খবর স্থানীয় বাসিন্দা ছাড়াও বহু টোটো চালক যারা বাইরে থেকে এসে এখানে ভাড়া নিয়ে থাকছে এবং টোটো বা ই রিক্সা চালাচ্ছে। সেখানেই দাঁড়িয়ে কোন অপরাধ করে পালিয়ে গেলে তাদের কোন নতি বা ডকমেন্স পুলিশের কাছে থাকছে না। এবার যাতে এই সমস্ত টোটো চালক বা রিক্সা চালকদের দ্রুত আইডেন্টিফাই করা যায় তার জন্য এই ব্যবস্থা বলে পুলিশ সূত্রে খবর।