অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুন কান্ড
গত 7ই ফেব্রুয়ারি সকালে নিউ টাউন থানা এলাকার লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়।
তদন্ত নামে নিউটাউন থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে করে গ্রেফতার করে মূল অভিযুক্ত ই রিক্সা চালক সৌমিত্র রায় ওরপে রাজকে।
আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজত দেয় বারাসাত আদালত। দশ দিনের মেয়াদ শেষ হয়ে যাওয়াই ।
আজ আবারও কোর্টে তোলা হলো মূল অভিযুক্তকে।
নিউ টাউন থানার তদন্তকারী অফিসাররা আজকেও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে আদালতে।