অবতক খবর , সংবাদদাতা , কালিয়াচক :- নিট-এ এবার ভালো সাফল্য পেয়েছে কালিয়াচক। কালিয়াচকের ৩ ব্লকেই কম বেশি এবার নজরকাড়া সাফল্য। বলতে গেলে বহু কৃতী গরিব পরিবারের। উল্লেখযোগ্য পরীক্ষার্থী এবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট(নিট)-এ সুযোগ পেয়েছেন। কালিয়াচকের এক নিট প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়েই ১৭ জন সফল হয়েছেন বলে জানা গেছে। মেধা তালিকায় র্যাঙ্ক করা এমন ৫ জন সোমবার সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন রিসাদ শেখ, আসমাউল হক, মহ: মাহাতাব, সাহাদাত হোসেন ও আনুয়ার হোসেন। রিসাদের বাড়ি মোথাবাড়ি থানার সাদিপুর এলাকায়। নিট-এ তাঁর র্যাঙ্ক ৩৭২৩।
আসমাউলের বাড়ি মোথাবাড়ি থানার জোহর্দিটোলা এলাকায়। তাঁর র্যাঙ্ক ৫৫২৩। মাহাতাবের বাড়ি কালিয়াচকের আলিনগরের দল্লুগ্রামে। তাঁর র্যাঙ্ক ১৮০১৫। সাহাদাতের বাড়ি মোথাবাড়ি থানার খানপুর এলাকায়। তাঁর র্যাঙ্ক ২২৭০৩ এবং আনুয়ারের র্যাঙ্ক ২৮৯৪৪। তাঁর বাড়ি বৈষ্ণবনগর থানার তক্কিটোলা গ্রামে। জানা গেছে, সকলেই দু:স্থ পরিবারের সন্তান। কালিয়াচকের মতো পিছিয়ে পড়া এলাকায় তাঁরা অনন্য নজির সৃষ্টি করেছে বলে জানা গেছে। এদিন নিউ ঈরা প্রশিক্ষন কেন্দ্রের উদ্যোগে কালিয়াচকে সোমবার এক অনাড়ম্বর পরিবেশে নিট সফল কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক সাকিলুর রহমান ও শিক্ষিকা তানিয়া রহমত, সংস্থার সম্পাদক মাসিদুর রহমান।
শিক্ষারত্ন সাকিলুর রহমান বলেন, ‘আমাদের কালিয়াচক জেলায় অন্য ব্লকগুলিকে টেক্কা দিচ্ছে, তা বলাই বাহুল্য। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো রাজ্য স্তরের জয়েন্ট ইন্ট্রান্স-এর পর এবার নিট-এও সাফল্য। খুব আনন্দের খবর।’ আরেক শিক্ষারত্ন তানিয়া রহমত বলেন,‘আমাদের এখানকার পড়ুয়ারা কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে যায়। কালিয়াচকের মতো এলাকায় আগে কোনও প্রশিক্ষণের সুযোগ ছিল না। এখন বাড়িতে থেকে কালিয়াচকের মতো এলাকাতেও প্রশিক্ষণ নেওয়া যেতে পারে।’