অবতক খবর,১৩ আগস্টঃ নিউ টাউনে হিডকোর সরকারি জমি প্রতারণা মামলায় দুজনকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হলো। আজ সকালবেলা রাজধানী এক্সপ্রেসে করে শিয়ালদাহ স্টেশনে দুই অভিযুক্ত কে নিয়ে এসে পৌঁছয় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ উত্তর প্রদেশ হানা দিয়ে মথুরা থেকে দুজনকে গ্রেফতার করে এরপরই সেখানে আদালতে দুই অভিযুক্তকে পেশ করার পরে চারদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে আজকেই তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে আবেদন জানানো হবে

 

নিউটাউন এ হিডকো জমি দুর্নীতিতে গ্রেপ্তার ২। গ্রেফতার করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।মথুরা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ট্রাঞ্জিট রিমান্ডে তাদের নিয়ে আসা হচ্ছে।

বিধান নগর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি বিশ্বজিৎ ঘোষ জানান…… হিডকো জমি দুর্নীতি নিয়ে মোট দশটি কেস হয়েছে। বেশিরভাগ কেস হয়েছে, নিউটাউনের টেকনোসিটি থানায়, এছাড়া লেকটাউন থানা ও বিধান নগর দক্ষিণ থানাতেও অভিযোগ হয়েছে। এই কেসে তদন্ত করতে গিয়ে প্রথমে তনময় নায়েক নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের নাম পাওয়া যায়। এর মধ্যে দুজন যারা এফ আই আর এ নাম আছে তাদের ধরার জন্য বিধাননগর গোয়েন্দা শাখার স্পেশাল টিমকে পাঠানো হয়। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে চালাতে অবশেষে মথুরাতে তাদেরকে চিহ্নিত করা হয়। সেখান থেকে অশোক পাত্র এলাইজ আকাশ পাত্র এবং সুদীপ্ত রায়কে গ্রেপ্তার করা হয়। আজকে তাদের ওখানকার কোর্টে তুলে transit রিমান্ডে নিয়ে আসা হচ্ছে। ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পরে এদেরকে জিজ্ঞাসা বাদ করে এদের সাথে আর কারা কারা জড়িত আছে তাদের খোঁজ চালানো হবে। এরা দুজন টেকনোসিটি থানার কেসে অভিযুক্ত ছিল কিন্তু গোটা ঘটনা এখন তদন্ত করছে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ।