অবতক খবর,১৬ ফেব্রুয়ারী : নিউ বারাকপুর থানার পুলিশের বিরাট সাফল্য ।শনিবার দুপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ ধরা পড়লেন একজন মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলার বাড়ি বনগাঁ চাঁদপুর অঞ্চলে। তিনি আলিপুরদুয়ার থেকে ট্রেনে করে গাঁজা নিয়ে এসে বিলকান্দা লেনিনগড় অঞ্চলে সাপ্লাই দেবার আগে পুলিশের জালে ধরা পড়েন। বিলকান্দা অঞ্চল বাম জামানায় কুখ্যাত ছিল চোলাইয়ের আস্তানা হিসেবে।
পরবর্তীকালে চোলাইয়ের রমরমা ব্যবসা বন্ধ হয়ে যায়। তখন এক শ্রেণীর মানুষ ফটকা ইনকামের জন্য মাদক দ্রব্য গাঁজার দিকে ঝুকে বসে। যদিও বর্তমান প্রশাসনিক তৎপরতায় গাঁজার ব্যবসা কিছুটা হলেও এলাকায় কমেছে কিন্তু একেবারে শেষ হয় নি। আগে গাঁজা ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে গাড়িতে করে গাঁজা আনতেন কিন্তু বর্তমানে পুলিশি ধরপাকড়ের ভয়ে মহিলাদের ড্রাগ প্যাডলাক হিসেবে কাজে লাগাচ্ছে এবং কখনও মহিলাদের ব্যাগের ভিতরে আবার কখনো মহিলা দের ট্রলির মধ্যে করে কম পরিমাণ গাঁজা নিয়ে ব্যবসা চালানো হচ্ছে।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নিউ বারাকপুর থানার পুলিশ প্রশাসন বিশরপাড়া কোদালিয়া রেল স্টেশন থেকে মহিলার পিছনে পিছু নেয় এবং স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঘোলা এসিপি ও থানার আইসির উপস্থিতিতে বোদাই এলাকা থেকে প্রায় সাড়ে আট কিলো গাঁজা উদ্ধার করা হয়। ধৃত মহিলা নাম মুন্না নন্দী (৪২)। পুলিশের তরফে জানানো হয়েছে এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ২০ এনডিপিএস অ্যাক্ট এ মহিলার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।