অবতক খবর,২০ সেপ্টেম্বর: কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাবড়া পুরসভা এলাকার কয়েকটি জায়গা।জল উঠেছে বেশকিছু বাড়িতেও।সোমবার দুপুরে এলাকায় গিয়ে দেখা গেলো দক্ষিণ হাবড়ার বেশকিছু বাড়ির উঠোনে জল জমে গিয়েছে। কংক্রিটের রাস্তাতেও জল বইছে। গত বছর জমা জলে একটি শিশুর মৃত্যু হয় হাবড়ায়। এলাকায় জল বাড়াতে তাই আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি হাবড়ার কালিবাড়ি বাজার যাওয়ার রাস্তা ও হাবড়া স্টেশন লাগোয়া আশুতোষ কলোনি এলাকাতেও রাস্তায় জল জমেছে। পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।গতবছর জলমগ্ন হওয়ার পর এলাকা পরিদর্শন করে সেচ বিভাগ সহ এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।তখনই তিনি জানিয়েছিলেন, পাম্প লাগিয়ে জল নিষ্কাশনের স্থায়ী সমাধান করা হবে। তবে এখনো পর্যন্ত পাম্প বসানো হয়নি। তাই ফের ভুগতে হতে পারে এমনটাই বলছেন তারা।