অবতক খবর,৯ নভেম্বর: নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে জলপাইগুড়িতে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। শনিবার সকালে জলপাইগুড়ির দিনবাজার এলাকায় আন্দোলনে সামিল হয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
কংগ্রেস নেতা কর্মিদের অভিযোগ, বাজারে সবজি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয়জিনিসের দাম কিছুতেই কমছে না। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এরই
প্রতিবাদে শনিবার সকাল থেকে জলপাইগুড়ির দিনবাজার এলাকায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদে সামিল হয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন দিনবাজার এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে জিনিসপত্রের দাম যাচাই করেন। জিনিসপত্রের দাম এভাবে বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা মূলত কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন এদিন। দিনবাজারে একটি পথসভার মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।