অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বহরমপুর শহরের সৈদাবাদ এলাকায় বহু বছর ধরে পুজো হয়ে আসছে নিমতলার নিম বাবার পুজো। উদ্যোক্তারা সঠিকভাবে বাবা কতদিন ধরে পূজিত হচ্ছে বলতে পারেন না।

 

শুধু মুর্শিদাবাদী নয় , অন্যান্য জেলা থেকে বহু ভক্ত আছেন ,যারা প্রতিবছরই বাবার পুজো দিতে আসেন। শোনা যাই ভক্তরা এখানে এসে মনস্কামনা করলে তার ফল পাওয়া যায় , বলেই অগণিত ভক্তদের বিশ্বাস।

তবে এবার করণা আবহে মন্দির প্রাঙ্গনের প্রবেশের মুখে স্যানিটাইজার গেট লাগানো হয়েছে , এছাড়াও মাস্ক বাধ্যতামূলক। তবে কমিটির পক্ষ থেকে এবার একটি স্বেচ্ছায় রক্তদানের শিবিরের আয়োজন করা হয়েছে।