অবতক খবর,১৫ এপ্রিল: নিমতা আলিপুরের বাসিন্দা পাপ্পু নামে এক যুবক হঠাৎই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে নিমতা বাজার এলাকা। সেই সময় পার্শ্ববর্তী এক চিকিৎসক গৌরব রায়কে ডাক হলে তিনি আসেনি বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রায় তিন চার বার ওই চিকিৎসককে ডাকা হয়। কিন্তু তাস্বত্বেও সে আসেনি। এরপরেই ওই যুবককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে উদ্দেশ্য নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
এরপরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত জনতা অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে ভাঙচুর চালায় ঘটনাস্থলে পৌঁছায় নিমতা থানা বিশাল পুলিশবাহিনী এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে অভিযোগ মৃত যুবক করোনার সময় স্বাস্থ্য পরিষেবা দিত। বর্তমানে দাঁড়িয়ে সেই চিকিৎসার মধ্যে অভাবে মারা গেল এই নিয়েই উত্তেজিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা। চিকিৎসকের নাম গৌরব রায়।
মৃত যুবকের নাম পাপ্পু কুন্ডু। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে কাউন্সিলর এসে পুরপ্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করছে। চিকিৎসকের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
অভিযুক্ত চিকিৎসক গৌরব রায়কে পুলিশি প্রহরায় বের করে নিয়ে আসা হচ্ছে।
উত্তেজিত জনতার একাংশ রাস্তা অবরোধের চেষ্টা করেন তবে একাংশ তার বিরোধিতা করে।