অবতক খবর,২৩ সেপ্টেম্বর:  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি হইবে ঝড়ো হাওয়া। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানিয়েছেন । তিনি বলেন, জোড়া ঘূর্ণাবর্ত যেটি পৃথক পৃথক ছিল তা সোমবার এক হয়ে গিয়েছে।

এর ফলে মধ্য বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপের পরিবেশ তৈরি হবে। এর দরুন কলকাতা, দুই ২৪ পরগনা ,দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ,ঝাড়গ্রাম এসব জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে উত্তরবঙ্গের দু – একটি জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হারিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত জানান সোমবার রাজস্থানের কছ এলাকা থেকে এ বছরের মতো বর্ষা বিদায় নিয়েছে। এই বর্ষা বিদায় নেওয়ার সময় যা যা পরিস্থিতি সৃষ্টি হয় তা সবই দেখা গিয়েছে। তবে নিম্নচাপের জেরে দুর্গা পুজোর আগে বঙ্গে দুর্যোগ কিন্তু পিছু ছাড়ছে না আপাতত। উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় কোন কোন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এইজন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে। শরৎকালে বৈশাখ মাসের মত গরম পড়েছে। নিম্নচাপের জেরে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। প্রকৃতির বর্ষা বিদায় কালে এই খামখেয়ালিপনায় চিন্তিত বঙ্গের মৃৎ শিল্পীদের পাশাপাশি ডেকোরেটর সহ পূজো উদ্যোক্তারা।