অবতক খবর,১৪ সেপ্টেম্বর: শনিবার ভোর থেকে ঝাড়গ্ৰাম জেলা জুড়ে শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। বৃষ্টির জন্য জেলার সাঁকরাইলে রাস্তার উপর ভেঙ্গে গেল আস্ত একটি গাছ। গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন ব্লকের রোহিনী ও কুলটিকরি বাজারের।
উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল শনিবার এবং রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে জেলায়। বাংলাদেশ উপকূলে অবস্থিত একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি হবে। শনিবার ভোর রাত থেকে ঝাড়গ্ৰাম জেলার বেশিরভাগ জায়গায় অতি ভারী বৃষ্টির ফলে সাঁকরাইল ব্লকের সোনাকুলি গ্রামে রাস্তার উপর ভেঙ্গে পড়ে আস্ত গাছ। যার ফলে এলাকায় ব্যাহত হয় যানবাহন চলাচল।
এই রাস্তা ব্যাহত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ এলাকা রোহিনী, কুলটিকরী বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে গাছ কেটে সরানোর ব্যবস্থা করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাত। পাশাপাশি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে খবর।