অবতক খবর,১১ জানুয়ারি,বাঁকুড়া:- ফের রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রুকুটি, এই অবস্থায় চরম আতঙ্কে বাঁকুড়ার বিষ্ণুপুরের পানরডাঙ্গা এলাকার আলু চাষীরা। বিগত কয়েকটি নিম্নচাপে আগেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ফের ক্ষতির সম্মুখীন হতে রাজি নন তাঁরা। তাই আগে ভাগেই আলু তোলার কাজ শুরু করেছেন ঐ এলাকার কৃষিজীবি মানুষ। আর নির্দিষ্ট সময়ের আগে জমি থেকে আলু তুলে ফেলার ফলে ফলনও কম হবে, এমনটাই জানিয়েছেন তাঁরা।
বাঁকুড়া জেলার মধ্যে সবচেয়ে বেশী আলু উৎপাদিত হয় বিষ্ণুপুর মহকুমা এলাকাতেই। এখানকার আলু জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভীন রাজ্যেও রপ্তানী করা হয়। ফলে বাড়তি কিছু রোজগারের সুযোগ তৈরী হয় এখানকার চাষীদের। কিন্তু বারবার নিম্নচাপজনিত বৃষ্টির ফলে এবার সেই আশা নেই।
ঐ এলাকার আলু চাষীরা জানিয়েছেন, চলতি বছরে প্রথমবার আলু লাগানোর পর বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। ফের আলু বীজ কিনে নতুন করে লাগানো হয়। কিন্তু আসন্ন বৃষ্টির আশঙ্কায় লাভের আশা ছেড়ে আগে ভাগেই আলু তুলে ফেলতে হচ্ছে বলে তারা জানান।