অবতক খবর,২১ সেপ্টেম্বর: নিম্নমানের রাস্তার কাজ করার অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা।
পথশ্রী প্রকল্পের রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানো হচ্ছে বলে অভিযোগ । তাই রাস্তার কাজ বন্ধ করে দিলেন ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের পাগলা বাড়ি ও পুতুলের বাড়ি এলাকার বাসিন্দারা ।
জানা গিয়েছে , সাপ্টিবাড়ির ১ নং গ্রাম পঞ্চায়েতের পাগলা বাড়ি, প্রাথমিক বিদ্যালয় থেকে পুতুলের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে । পথশ্রী প্রকল্পের রাস্তাটি তৈরিতে মোট খরচ করা হবে ১,১৪,৭১,৬০২ টাকা । অভিযোগ , সিডিউল না মেনে রাস্তার কাজ শুরু হয়েছিল। তবে গতকাল রাস্তার কাজ শুরু হতেই স্থানীয়রা বন্ধ করে দেয় আজ কাজ শুরু করতেই নিম্নমানের অভিযোগ তুলে রাস্তার কাছে বন্ধ করে দিলেন।
এই বিষয়ে ওই এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মন্ডল বলেন সিডিউল অনুযায়ী রাস্তার কাজ করা হোক সিডিউল নামেনে রাস্তার কাজ করা হচ্ছে ,আমরা গ্রামবাসীর একত্রিত হয়ে রাস্তার কাজ বন্ধ করে দেই গতকাল তবে আজ রাস্তার কাজ শুরু করা হয় কিন্তু নিম্নমানের পাথর ও মাটির উপরেই পিস দিয়ে কাজ চালু করা হয়। এর কারণে আমরা আজ রাস্তার কাজ বন্ধ করে দেই। আমাদের দাবি সিডিউল অনুযায়ী কাজ করা হোক। না হলে আমরা এই রাস্তার কাজ করতে দেব না। পাশাপাশি আরও অভিযোগ করেন এভাবেই যদি রাস্তা কাজ করা হয় তবে এক মাসের বেশি টেকবে না এই রাস্তা। এটি একমাত্র রাস্তা, সাপটিবাড়ি যাওয়ার প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।
এই বিষয়ে এই এলাকার প্রধান কে কল করা হলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।”