অবতক খবর,২২ মার্চ: শান্তি পূর্ণ ভাবে এবছর আলুর বন্ড বিলির প্রক্রিয়া শেষ হয়েছে। এদিকে চলছে হিমঘরে আলু রাখার প্রক্রিয়া। এবছর শান্তিপূর্ণ ভাবে আলু ঢোকানোর প্রক্রিয়ায় বিশেষ নজর দিয়েছেন ময়নাগুড়ি থানার পুলিশ। প্রতিটি হিমঘরেই নিরাপত্তার জন্য দুটি শিফটে মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন। সমস্ত বিষয়ের উপর নজর রাখতে খোদ থানার আইসি বিভিন্ন হিমঘর পরিদর্শন করছেন।
ট্রাফিকের পুলিশ আধিকারিকরাও প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন। জানা গিয়েছে, ময়নাগুড়িতে সাতটি হিমঘর রয়েছে। কিন্তু তাদের মধ্যে জাতীয় সড়কের পাশে রয়েছে ছয়টি হিমঘর। এতেই যানজট সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পুলিশি তৎপরতায় এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি।
জাতীয় সড়কের পাশে সারিবদ্ধ ভাবে গাড়ি গুলিকে দার করানো হয়েছে। পুলিশি উপস্থিতিতেই নিয়ম মেনে ঢোকানো হচ্ছে হিমঘরে। এবছর এতো শৃংখল ভাবে হিমঘরে আলু রাখার প্রক্রিয়া চলায় খুশি গাড়ি চালক সহ কৃষক এবং সাধারণ মানুষ।