অবতক খবর,২০ ফেব্রুয়ারি : নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে গত রবিবার গ্রেফতার করেছে সিবিআই। সোমবার এই গ্রেফতারির বিষয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত যুবনেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় খুশি হলাম।”

কুন্তল বহুবার প্রকাশ্যে দাবি করেছেন যে, মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতি টাকা তোলার ‘মেন (আসল) লোক’। পাশাপাশি, মানিক-‘ঘনিষ্ঠ’ তাপস এবং গড়িয়ার ব্যবসায়ী নীলাদ্রি ঘোষের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ তোলেন ইডির হাতে ধৃত যুবনেতা। কিন্তু তদন্তকারীদের নজরে থাকা বলাগড়ের আর এক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তিনি কোনও টাকা দেননি বলে জানান কুন্তল। ঘটনাচক্রে, রবিবার তাপসের সঙ্গে সিবিআই গ্রেফতার করে নীলাদ্রিকেও। অপর দিকে তাপস সোমবার দাবি করেছেন, তাঁকে এক জন ‘প্রভাবশালী ফাঁসিয়েছেন’। তবে কে সেই ‘প্রভাবশালী’ তা নিয়ে মুখ খোলেননি তিনি।