অবতক খবর :   মিঠুন চক্রবর্তী দত্তপুকুরে এসে পৌছালেন দুপুর ১২টা ৫০ মিনিটে, নিরাপত্তার অভাবে ১০ মিনিট হেলিকপ্টারেই বসে থাকলেন তিনি। মানুষের জনসমুদ্র আঁছরে পরেছে সেই সময় দত্তপুকুর স্টেশন সংলগ্ন খেলার মাঠ প্রাঙ্গণে।

দত্তপুকুর থানা,জেলা প্রশাসন একদিন আগে থেকে সবরকম প্রস্তুতি নেওয়ার পরেও কিভাবে নিরাপত্তা অভাব কেন ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন। পরবর্তী তে পুলিশের সাথে ব্যারিকেড আটকানোর কাজে হাত লাগালো বিজেপি কর্মীরা। তারপরেই মিঠুন চক্রবর্তী নামলেন হেলিকপ্টার থেকে তবে হেলিকপ্টারের অন্য গেট থেকে।এরপর নির্দিষ্ট গাড়িতে উঠে, আমাডাঙ্গার বিজেপি প্রার্থী জয়দেব মান্না কে নিয়ে বেড়িয়ে পরলেন দত্তপুকুর এলাকায় রোড শো তে।

শত শত মানুষ সেই সময় রাস্তার দুধাতে উপচে পরেছে তাদের পছন্দের নায়ক,মহাগুরু কে একবার চোখের দেখা দেখতে। তবে প্রশ্ন থেকে গেল মিঠুনের নিরাপত্তা নিয়ে,কারোর কাছে কোন উত্তর নেই, কেন্দ্রীয় বাহিনী, দত্তপুকুর পুলিশ সবাই গন্তব্যস্থলে থাকলেও কেন মানুষের জমায়েত ঢেখাতে কোন সৃঙখলা বজায় রাখতে ব্যার্থ হল তা নিয়ে উঠছে প্রশ্ন।