অবতক খবর ::ইসলামপুর ::৩০ এপ্রিল ::    করোনার প্রাদুর্ভাব বাস্তবিকই মানুষের ভিতরের মানবিতাকে জাগিয়ে তুলেছে পুনর্বার। মানুষ মানুষের জন্য, আর পুলিশ যে কত মানবিক তার উদাহরণ রয়েছে ইসলামপুরেই। পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় লকডাউনের শুরু থেকেই নীরবে সামাজিক কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা। পুলিশ জেলার পাঁচটি থানা এলাকাতে অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে যাতে খাদ্য সংকট তৈরি না হয় সে কথাকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই ধারাবাহিকভাবে চলছে তাদের খাদ্যদ্রব্য বণ্টন কর্মসূচি।

শুধু তাই নয়, যেকোনও জায়গা থেকে কেউ খাবারের জন্য কষ্টে আছে কিংবা কারোর খাবারের চাহিদা রয়েছে, এমন কোন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকর্মীরা তাদের বাড়িতে পৌঁছে খাবার সরবরাহ করছেন । বৃহস্পতিবার চাকুলিয়া থানা এলাকাতে ছিল এমনই আয়োজন। সেখানে পুলিশকর্মীরা প্রচুর দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যদ্রব্য তুলে দেন । পুলিশ কর্মীরা যে শুধু এলাকার অপরাধ দমন নিয়েই ব্যস্ত থাকেন তা নয়,বরং তার ফাঁকে নানান ধরনের সামাজিক কাজ করে রীতিমতো মানবিক হয়ে গেছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ কর্মী ও আধিকারিকরা।

পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, “প্রত্যেকটি থানা এলাকায় তাদের এই ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি যখন যেখান থেকে খবর পাচ্ছেন তখন তারা সেসব জায়গাতে খাবার পৌঁছে দিচ্ছেন।”