অবতক খবর,৫ মার্চ,নদীয়া:- কৃষ্ণনগর 15 নম্বর ওয়ার্ডের গতকাল রাত্রে বোমার আঘাতে জলের ট্যাংকি পর্যন্ত ভেঙে পড়ে জানিয়ে আতঙ্কে রয়েছেন ওই পরিবার।
ঘটনাটি ঘটে কৃষ্ণনগর 15 নম্বর ওয়ার্ডের হরিপদ মুখার্জী রোডের মালিপাড়ায় কৌশিক সাহার বাড়িতে। তিনি জানান সদ্যসমাপ্ত হওয়া পৌর নির্বাচনের নির্দল প্রার্থী দিলীপ ঘোষের হয়ে প্রচার করেন তিনি, সেটাই হয়তো শাসকদলের চক্ষুশূল হয়েছে। গতকাল রাত বারোটা নাগাদ বীভৎস বোমের আওয়াজ এবং আলোতে পরিবারের সকলে চমকে উঠি, প্লাস্টিক পোড়া গন্ধ থেকে বুঝতে পারি উপরে জলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাথে সাথেই দলের অন্য নেতৃত্ব কে জানাই।
প্রাক্তন কাউন্সিলার দিলীপ দাস জানান, দীর্ঘ 18 বছর এই ওয়ার্ডে শান্তি-শৃঙ্খলা বজায় ছিল কিন্তু মাত্র 82 ভোটে নরেশ বাবু জয়লাভের পর তার ইলেকশন এজেন্ট অনুপম পাল নির্দল কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। প্রশাসনের কাছে জানিয়েছি, এলাকার অধিবাসীদের নিয়ে আজকেই একটি আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।