অবতক খবর,২৬ জুন,চাকুলিয়াঃ নির্দল প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ি মালিকের অভিযোগ নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছি তার কারণে কেউ বা কারা এই কাজ করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাগলপুর এলাকায়।
জানা গিয়েছে আসিফ ইকবাল নামে এক ব্যক্তি এবারে পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে দাড়িয়েছেন। রাতে প্রচার করে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। এরপর তরিঘরি ঘর থেকে বউ বাচ্চা কে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। খবর জানাজানি হতেই এলাকার মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন। এই ঘটনায় বাড়ির বেশির ভাগ জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল আসিফ ইকবাল সহ তার পরিবার। নির্দল প্রার্থী আসিফ ইকবালের অভিযোগ নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। সে কারণে কেউ বা কারা তার ঘরে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।