অবতক খবর ::শিলিগুড়ি:: ২৬ এপ্রিল :: লকডাউনের মধ্যে দোকান খোলা নিয়ে সমস্যায় শিলিগুড়ির ব্যবসায়ী ও দোকানদারেরা। গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু নিয়মে শিথিলতার ঘোষনা থাকলেও মানুষ এখনও কিছুটা দুশ্চিন্তায় দোকান খোলা ঠিক হবে কি হবে না।
একদিকে করোনা সংক্রমণের আশঙ্কা, তার উপর এই চিন্তা আরো বেড়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ এখনও পর্যন্ত না আসায়।
এদিন শিলিগুড়ির প্রায় সমস্ত দোকানই বন্ধ ছিলো। বিধান মার্কেট, সুভাষপল্লী, হায়দারপাড়া সব জায়গাতেই অধিকাংশ দোকান বন্ধ দেখা গেছে। অন্যান্য দিনের মত এদিনও শিলিগুড়ির সব মানুষকেই দেখা গেছে সকালে দোকান বাজার করে ঘরে ঢুকে যেতে। গতকালের ঘোষনায় আজ মানুষ দোকান খুলতে সাহস করেননি মূলত রাজ্য। সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশিকা না আসায়। যদিও সবাই মনে করছেন ৩ তারিখের পরই মানুষ সিদ্ধান্ত নেবেন,কারণ ৩ তারিখের পরই সরকারী তরফের ঘোষণা জানা যাবে। এইটুকু বোঝা যাচ্ছে শিলিগুড়ির মানুষ এখনো দোকান খোলা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। উপরে রবিবার থাকায় ভীড়ও অনেকটাই কম ছিল।