অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : নিষিদ্ধ সিরাপ সহ গ্রেপ্তার দুই যুবক রানীনগরে। ধৃতদের নাম আল-আমিন শেখ বয়স ২৩ বছর এবং মিলন শেখ বয়স ২৭ বছর তাদের বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর স্কুল পাড়া এলাকায়।
জানা যায়, রানীনগর থানার রামনগর নতুনপাড়া এলাকায় দুই ব্যাগে ১১১ বোতল নিষিদ্ধ সিরাপ সহ গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে। ধৃত ওই দুই যুবকদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতের পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। তবে তাদের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।