অবতক খবর,১১ অক্টোবর,কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিক ভট্টাচার্য। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করল ইডি (ED)। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে আদালতে তোলা হবে। সোমবার দুপুরের পর সিজিও কমপ্লেক্সে তলব করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলেও সিজিও কমপ্লেক্স থেকে বেরোননি মানিক। ইডি সূত্রে খবর, রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই মঙ্গলবার সকালে গ্রেফতার হন তিনি।

তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির পাশাপাশি নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়কও। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে শাসকদলের দ্বিতীয় বিধায়কের গ্রেফতারি। এর আগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। নিঃসন্দেহে এই গ্রেফতারি অস্বস্তি বাড়াল শাসকদলের।