এই তোমার স্বদেশ! ঘটে চলেছে একের পর এক ঘটনা–তুমি এখনো চুপ!
নীরবতার গান
তমাল সাহা
নীরব ও স্তব্ধ হয়ে থাকা
শরীর ও মনের পক্ষে ভালো বলে
আমরা চুপ করে থাকি।
নীরবতা ভঙ্গে শব্দদূষণের মাত্রা
বেড়ে যায় বলে
আমরা চুপ করে থাকি।
কোনো কারখানায় ক্রেনের শেকল
ছিঁড়ে লোহার প্লেট চাপা পড়ে
মরে গেলো একজন শ্রমিক–
আমরা চুপ করে থাকি।
ইন্ডিয়ান পেপার পাল্পের ট্রিটমেন্ট প্ল্যান্টে
মেরামতি করতে গিয়ে বিষাক্ত গ্যাসে
দমবন্ধ হয়ে পরপর মরে গেলো
ছ’ জন মজদুর–
আমরা চুপ করে থাকি।
ভাগীরথী তীরে জলস্রোত বয়ে যায়
আচার্যপাড়ায় বাজি কারখানায় বিস্ফোরণে
কালো পোড়াকাঠ হয়ে গেলো
তিনটি বারুদ বালিকার দেহ–
আমরা চুপ করে থাকি।
মৌলবাদের ধর্মান্ধ চিৎকার শুনে
আমরা চুপ করে থাকি।
অসহায় দলিত আশ্রয়হীন মানুষ
বাতাস জুড়ে তার আর্তনাদ ভেসে যায়–
আমরা চুপ করে থাকি।
শেকল ছিঁড়তেই পারে,
বিষাক্ত গ্যাসে দমবন্ধ হতেই পারে,
বাজিতে বিস্ফোরণ হতেই পারে,
ঔদ্ধত্য থাকলেই
রোয়াবি আওয়াজ তার পরিণতি,
অসহায় থাকলে
মানুষের আর্তনাদ থাকবেই
এসবই স্বাভাবিক
তাই আমরা চুপ করে থাকি।
এসব ঘটনার চূড়ান্ত রূপ
মহাশান্তিতে শয়ান– মৃত্যু,
শোকের সময়
শান্ত সমাহিত থেকে
মৃত আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে হয়–
তাই আমরা চুপ করে থাকি
নীরব হয়ে মাথানিচু করে থাকি।
মুখর হয়ো না
সরব হয়ো না
সোচ্চার হয়ো না
শব্দদূষণের মাত্রা বেড়ে যায়
প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়।
আমরা ভালো মানুষ
নীরব হয়ে মাথানিচু করে থাকি।