নীলকন্ঠ কাঁদিয়া যায়
তমাল সাহা
বাংলার আকাশে বাতাসে
করাল অন্ধকার নামিয়াছে, পাখিদের ডানায় রোদের গন্ধ নাই।
কোথায় উজ্জ্বল নীলকন্ঠেরা করিতেছে বিচরণ !
দুর্নীতির আগ্রাসনে পরিপূর্ণ প্রশাসন
প্রজন্মের কান্নায় বাতাস ভারী বিধ্বস্ত নাগরিক জীবন।
কোথায় তোমার কবি লেখক সাহিত্যিক অর্থনীতিবিদ সমাজবিদ সুচিন্তিত মনন?
বিরুদ্ধ স্বর তাহাদের মরিয়া গিয়াছে
রাষ্ট্র আগামীর হত্যালিপি লেখে
চিত্রল হরিণের উপর শ্বাপদের হিংস্র আক্রমণ।
বনলতা মৃণালিনী সুচেতনারা বসিয়া আছে রাস্তায়
স্বপ্ননীল দীঘল চোখ থেকে বিষাদ গায়ে জল ঝরে।
কারা কোথায় যেন দুহাতে রক্ত মেখে খেলা করে
কোটি কোটি মুদ্রা সঞ্চয় ক’রে পাহাড়ের পর পাহাড় গড়ে।
চতুর্দিকে ছড়ানো ছিটানো নিহত মৃতদেহ শব।
বিবস্ত্র রাজার উলঙ্গ নৃত্য হিংস্র কলরব
দেখিতেছে শুনিতেছে সবাই
গাছের পাতারাও স্তব্ধ নিশ্চুপ নীরব।