অবতক খবর,১২ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বনের অন্যতম হল নীল পুজো বা নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল পুজো, বা নীল ষষ্ঠী। নীল পুজো বা নীল ষষ্ঠী বাঙালির মেয়ে ও গৃহিনীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় নীরোগ ,সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে, নীল পুজো বা নীল ষষ্ঠী করে।
চৈত্র সংক্রান্তির আগের দিন আজ শুক্রবার মন্তেশ্বরের লোহার গ্রামে প্রায় ৩০০ বছরের শিব মন্দিরে প্রচুর লোকসমাগমে পূজা অর্চনার মধ্য দিয়ে আনন্দ উৎসাহের সঙ্গে নীল পুজো, বা নীল ষষ্ঠীর পূজা অনুষ্ঠিত হয়।
পাশাপাশি কাটোয়ার দাঁইহাট গঙ্গার ঘাট থেকে পুন্নার্থীরা বাকে করে, পায়ে হেঁটে, ভোলে বাবা পার করেগা, বোম, বোম, ভোলে বোম, বলতে বলতে জল নিয়ে এসে, লোহার শিবমন্দিরে ,শিবের মাথায় জল ঢালেন পুণ্যার্থীরা। ছেলে মেয়ে ও পরিবারের মঙ্গল কামনার জন্য।