অবতক খবর, সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ নেতাজীর ১২৫ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুর্গা বাহিনী তাদের সদস্যদের নিয়ে পালন করল নেতাজি র জন্মদিন।

উক্ত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করলেন দুর্গা বাহিনীর সদস্য তারা একটি ছোট র‍্যালির মাধ্যমে শহর পরিক্রমা করে চৌরাস্তা নেতাজি মূর্তির পাদদেশে মিলিত হয় ।

সেখানে নেতাজিকে তারা মাল্যদান ও সঙ্গীতানুষ্ঠান এর মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি উদযাপন করলো বহরমপুর দূর্গা বাহিনীর মেয়েরা । বিভিন্ন এলাকায় দুর্গা বাহিনীর মেয়েরা , সামাজিক কাজকর্ম করে থাকেন।