অবতক খবর,১লা জানুয়ারি: আজ ১লা জানুয়ারি নিউ ইয়ারের শুরু। সেই দিনই রাজনৈতিক নেতারা ব্যক্তিগত কুৎসায় নেমে পড়লেন। কাঁচরাপাড়া ৬ নং ওয়ার্ডের ১৬’র পল্লীতে তৃণমূল কার্যালয়ে আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ও বীজপুর তৃণমূল চেয়ারম্যান সুবোধ অধিকারী।
এদিন বক্তব্যে তিনি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সে বিষয়ে কর্মীদের সচেতন করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল সরকার যে সমস্ত জনকল্যাণমূলক পরিকল্পনা নিয়েছে তা দ্রুত জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ‘দিদিকে বলো’ ‘বাংলার গর্ব মমতা’ ‘দুয়ারে সরকার’ এবং ‘ঘরে ঘরে সরকার’ যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলি জনকল্যাণমূলক এবং দ্রুত তা সমাপ্ত করতে হবে।
বিশেষ করে স্বাস্থ্য সাথী প্রকল্পটি দ্রুতগতিতে যে বাস্তবায়িত হচ্ছে তা মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে তিনি বলেন।
তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপি নিশ্চিতভাবে পরস্পরের প্রতিপক্ষ। কিন্তু রাজনৈতিক বিতর্ক তিনি রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখতে চান। যেভাবে ব্যারাকপুর মহকুমায় খুন, হত্যা এবং গন্ডগোল বাঁধানোর চেষ্টা চলছে তার তিনি বিরোধিতা করেন। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে প্রতিহত করতে হবে, জবাব পাল্টা জবাব নিশ্চিত চলবে।
তিনি বলেন, কিন্তু রাজনীতি করতে গিয়ে দেখা যাচ্ছে যে,এক বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে,তিনি নাকি ওয়াগান মাফিয়া। অন্যদিকে তৃণমূল নেতা সুবোধ অধিকারী জানান,আমি ব্যক্তিগত কুৎসা নিয়ে রাজনীতি করতে চাইনা। তবে এক বিজেপি নেতা ঘরবন্দি করে যে তাঁর স্ত্রীকে পেটান তার সেই সমস্ত এভিডেন্স আমার কাছে রয়েছে। সেই সমস্ত ছবি যদি আমি ভাইরাল করে দি,তাহলে কোথাকার জল কোথায় গড়াবে তিনি বুঝতে পারছেন তো! আবার এই নেতাই নারী সুরক্ষার কথা বলছেন।
এই হচ্ছে বিজেপির চরিত্র। পাল্টা এসব কথা তিনি বিশদভাবে বলে সভায় আলোঢ়ন উঠিয়ে দেন। তাই তিনি বলেন, ব্যক্তিগত কুৎসা ছেড়ে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই করতে হবে, সেভাবেই ময়দানে প্রস্তুত থাকুন। চরিত্র হনন করা রাজনীতির কোনো কাজ নয়। এ ব্যাপারে তিনি তৃণমূল কর্মীদের সচেতন করেন এবং সতর্ক থাকতে বলেন। বর্তমান সময় থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন।