অবতক খবর,২২ ফেব্রুয়ারী : নৈহাটি ঋষি অরবিন্দ রোড এলাকায় বিগত শতবর্ষ ধরে ব্যবসা করছেন বেশ কিছু ব্যবসায়ী। হঠাৎ করেই বৃহস্পতিবার নৈহাটি অরবিন্দ রোডে ক্রীড়া সামগ্রীর দোকান হিসেবে বিখ্যাত গীতশ্রী দোকানটির একাংশ ভেঙে ফেলল অজ্ঞাত পরিচয় যুবকেরা।
যদিও দোকান মালিকের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় প্রোমোটারদের একাংশ। দোকান মালিক শিউলি দাস অভিযোগ করেন, বৃহস্পতিবার এলাকার সমস্ত দোকান বন্ধ থাকে সেই সুযোগ নিয়ে স্থানীয় প্রোমোটারদের একাংশ রাতের বেলা ভারী বস্তু দিয়ে দোকানের ছাদের একাংশ ভেঙে ফেলেন।
ভাঙ্গার আওয়াজ শুনে প্রতিবেশীরা যুবকদের জিজ্ঞাসা করলে তারা বলে স্থানীয় নৈহাটি থানার অনুমতি নিয়ে তারা ভাঙচুরের কাজ করছেন। খবর দেওয়া হয় ব্যবসায়ের পরিবারকে স্থানীয় দোকানদারেরা দারস্ত হন নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনৎ দে-র কাছে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, এমন ধরনের ঘটনা সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক তারা উপযুক্ত শাস্তি পাবে।